৩ আগস্ট শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের’ ইশতেহার দেবে এনসিপি

প্রকাশ :
সংশোধিত :

নতুন সংবিধান ও বিচার সংস্কারের দাবিতে আগামী ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার সন্ধ্যায় নরসিংদী পৌরসভা মোড়ে আয়োজিত সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
তিনি বলেন, ২৪ সালের ১ জুলাই কোটা বাতিল আন্দোলনের মধ্য দিয়ে যে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন শুরু হয়েছিল, তা পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। নানা বাধা সত্ত্বেও আমরা নতুন সংবিধান প্রতিষ্ঠা ও ফ্যাসিস্ট রাষ্ট্রপতির অপসারণের দাবি থেকে সরে আসিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, ৩ আগস্ট শহীদ মিনার থেকে দাবির ইশতেহার ঘোষণা করা হবে, যেখানে নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মানুষের অংশগ্রহণে রাজধানী ভরে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহরে পদযাত্রা করেন এবং নরসিংদী ক্লাবে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শহীদ পরিবারের পাশে থাকার অঙ্গীকারও জানানো হয়।
সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, ডা. তাসনিম জারা, সায়োরার তুষার, ইয়াসমিন মিতু, দেলোয়ার আকন্দ সৌরভসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

